প্রতিদিনের একঘেয়েমী দূর করতে,মানসিক প্রশান্তি বৃদ্ধি করতে,আত্ববিশ্বাসী হয়ে উঠতে, নতুন উদ্যোমে কাজে ঝাপিয়ে পড়তে আমরা অনেক সময় ভ্রমন করি।
সঠিক ট্যুর অপারেটর নির্বাচনের মাধ্যমে ট্যুরে গেলে যে সুবিধাগুলো পাওয়া যায় তা হলো-
১.কোনও রকম ভাবনার অবকাশ থাকে না। ট্রেনের টিকিট থেকে হোটেল সংরক্ষণ, স্টেশন থেকে হোটেল যাওয়া কিংবা দর্শনীয় স্থান দেখার জন্য গাড়ি, ট্রেনে উঠে কি খাবেন কিংবা গন্তব্য পৌঁছেই বা কি খাবেন সব ব্যবস্থা ওরাই করে দেবে। আপনার কাজ নির্দিষ্ট সময়ে শুধু আপনার দেয় টাকা দিয়ে যাওয়া।
২.অসুস্থ হয়ে পড়লে বা অন্য রকম কোনও বিপদে পড়লে ভয়ের কিছু থাকে না। পাশে থাকার লোক পাওয়া যায়।
৩.একঘেয়ে লাগে না। সবার সঙ্গে হৈ চৈ করে যাওয়ার মজা হয়।অনেক মানুষের সঙ্গে পরিচয় হয়, যা পরবর্তী জীবনে কাজে লাগে। কেউ কেউ ঘনিষ্ঠ বন্ধুও হয়ে ওঠেন।
তবে প্রতিষ্ঠিত ও বিশ্বাসভাজন ট্যুর অপারেটরের সঙ্গে না গেলে সমস্যা হওয়ার ঝুঁকি থাকে। বহু পর্যটক এই ভাবে টাকা খুইয়েছেন কিংবা বিপদে পড়েছেন এমন অনেক উদাহরণ আছে।
ভ্রমন হোক সবার জন্য নিরাপদ।
No Comments