ছাত্রজীবন শ্রেষ্ঠ সময়। ছাত্ররাই দেশ ও জাতির ভবিষ্যৎ কর্ণধার। দেশের সামগ্রিক উন্নতি নির্ভর করে ছাত্রদের ওপর। আজকের ছাত্ররাই আগামী দিনের সমাজকর্মী ও দেশনেতা। ভবিষ্যতে তারাই দেশ পরিচালনা করবে।
ছাত্রজীবন শিক্ষালাভের সময়। তবে এ শিক্ষা লাভ শুধু পাঠ্যপুস্তকের নয়। পুঁথিগত বিদ্যাই সবকিছু নয়। কবির ভাষায় বলা হয়েছে- গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন/ নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন।
বর্তমানে শিক্ষার একটি অপরিহার্য অঙ্গরূপে স্বীকৃতি পেয়েছে ভ্রমণ । কারন একমাত্র ভ্রমনেই শিক্ষার্থীরা পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ, ভৌগলিক পরিচিতি এবং সেখানকার অধিবাসীদের জীবনযাত্রার সঙ্গে প্রত্যক্ষভাবে পরিচিত হওয়ার সুযোগ লাভ করে থাকে। ভ্রমণে শিক্ষার্থীদের পৃথিবী সম্পর্কে অনেক কিছু ভাবতে শিখায়। এ জন্য ছাত্রজীবনে শিক্ষামূলক ভ্রমণ খুব গুরুত্বপূর্ণ। এটি তাদের ধরাবাঁধা একঘেয়ে জীবনকে নতুনমাত্রা দান করে। শিক্ষামূলক ভ্রমণের মাধ্যমে তারা বিভিন্ন ঐতিহাসিক স্থান অথবা কোনো প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থান অবলোকনের সুযোগ পায়। এসব স্থান সম্পর্কে বিভিন্ন তথ্য ও তত্ত্ব জানতে পারে। এ ভ্রমণ জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করে।এ জন্যই জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে সাধারণত স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান বার্ষিক ভ্রমণ বা পিকনিকের আয়োজন করে। লক্ষ্য থাকে ছাত্রছাত্রীদের সৃজনশীল জ্ঞান লাভ।কিন্তু এর আয়োজন করতে আপনাকে অনেক ঝামেলা পোহাতে হয়। এই অনাকাঙ্খিত ঝামেলা থেকে মুক্তি পেতে ট্যুর সিলেট বিডি কাজ করছে।
No Comments